দেশের তথ্য ডেস্ক:-
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে একশ তিনজন মালয়েশিয়ায়গমী কর্মীদের সংবর্ধনা দেয়া হয়। মালয়েশিয়ার অন্যতম বৃহৎ প্রাটেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশন স্টেশন (ইউপি) সকল ব্যয় বহন করছে।
বুধবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস ও সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বোয়েসেল-এর মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়াগামী কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বোয়েসেলের মাধ্যমে ২০২২ সালের অক্টোবর মাস থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হয়। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও মালয়েশিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয় “স্পেশাল শাল ওয়ান-অফ রিফ্রুটমেন্ট প্রজের” নামে নতুন পদ্ধতি গ্রহণ করেছে।
এ প্রজেক্টের আওতায় বাংলাদেশ হতে বোয়েসেল-এর মাধ্যমে প্লান্টেশন, নির্মাণ ও কারখানাসহ বিভিন্ন খাতে ১০ দশ হাজার কর্মী প্রেরণ করা হবে। বোয়েসেল ইতোমধ্যে ১২৯৫ জন কর্মীর চাহিদা পেয়েছে। এব এর বিপরীতে ইতোমধ্যে ১০৭১ জন গমন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চেয়ারম্যান বোয়েসেল পরিচালনা পর্ষদ ড. আহমেদ মুনিরুহু সালেহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ সুজাফফর, মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং মো. হামিদুর রহমান, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মল্লিক আনোয়ার হোসেন (অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেল।