বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মনপুরায়

mon.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বিরল প্রজাতির ৬০ কেজি ওজনের একটি কচ্ছপের দেখা মিলে।

স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মনপুরা রেঞ্জাধীন পঁচাকোড়ালিয়া বিটের আওতায় বাসুন ভাঙ্গা বালুর চরে জেলেরা কচ্ছপটিকে বালুর মধ্যে আটকে থাকতে দেখে।

জেলেরা বনবিভাগের টহলটিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে। বনবিভাগ নিশ্চিত করেন কচ্ছপ টি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ।

পরে স্থানীয় জনগন এবং সাংবাদিকদের উপস্থিতিতে কচ্ছপটি মনপুরার দখিনা হাওয়া সী বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করেন।

এবিষয়ে পঁচাকোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, এটি একটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। যার ওজন প্রায় ৬০ কেজি।

হরহামেশাই এত বড় কচ্ছপের দেখা মিলে না। জেলেরা আমাদের ফোনো জানলে আমাদের টহলটিম দ্রুত কচ্ছপ টি উদ্ধার করি। স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের উপস্থিততে কচ্ছপটি মেঘনা নদীতে অবমুক্ত করি।

Share this post

PinIt
scroll to top