দেশের তথ্য ডেস্ক:-
২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ, ০৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, বুধবার সকাল ১০.০৫ ঘটিকার সময় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনার আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় অনুষ্ঠিত অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ-২০২৩ (পুরুষ) ২য় ধাপ-এ অংশগ্রহণকারী পিসি/এপিসিদের দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ব্রিফিংয়ে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ইতিহাসের মহানয়ক ও স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতার শত্রু কতিপয় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু ও মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে ১৯৭১ সালের ২৫ শে মার্চের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যসহ ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি এ সময় অরো বলেন, “আমরা জনগণের সেবক। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের উপর যে পবিত্র দায়িত্ব কর্তব্য রয়েছে তা আমাদের সততা, স্বচ্ছতার সাথে পালন করতে হবে। একই সাথে ভোট গ্রহণের সময় কেউ নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন না করে সে দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি পেশাগত জীবনে সততার সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।”
এ সময় কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব গোপীনাথ কানজিলাল; ০৩ আনসার ব্যাটালিয়ন, রূপসা, খুলনার পরিচালক জনাব মোল্লা আবু সাঈদ এবং আনসার ও ভিডিপি, খুলনার জেলা কমান্ড্যান্ট জনাব মো: সাইফুদ্দিন উপস্থিত ছিলেন ।