চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপ

Chandpur-Train-20231220051428.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

চাঁদপুরমুখী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাঁচ ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে রেলগাড়ীটির যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যে ছোটাছুটি করতে থাকেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী স্টেশনে ঢুকার আগ মুহুর্তে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের এসএসটিএল মোহাম্মদ রবিউল হাসান। তিনি বলেন, আমি নিজেও এখন মেঘনা ট্রেনে রয়েছে। বিকালে শত শত যাত্রী নিয়ে চট্টগ্রাম হতে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় ফেনী স্টেশনে পৌঁছানোর আগ মুহুর্তে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গাড়ীটি পাথর নিক্ষেপ শুরু করে।

তিনি আরও বলেন, মূলত দুর্বৃত্তের দল ৯১৬৫ বগিটিতে পাথর ছুঁড়েছে। এতে ট্রেনের ওই বগির উভয় পাশের বগির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে কেউ এ ঘটনায় আহত হয়নি এবং সবাই মুহুর্তেই দৌঁড়ে ছোটাছোটি করে নিরাপদ স্থানে সড়ে যায়। আমার মতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, চাঁদপুর চট্টগ্রাম রেলপথে সাগরিকা এক্সপ্রেস ও আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস নামে বর্তমানে দু‍‍`টি রেলগাড়ীই নিয়মিত চলাচল করছে।

Share this post

PinIt
scroll to top