মাটি পাচারের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে

soil-smuggling-in-Kaliakore.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ভাবে ফসলি জমি ও নদী পাড়ের মাটি কেটে বিক্রির দায়ে শফিকুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি মাটি খননকারী ভেকু জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

সূত্র জানায়, উপজেলার শেওড়াতলি এলাকায় ফসলি জমি ও নদী পাড়ের মাটি কেটে বিক্রি করছিলেন ওই এলাকার সায়েদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম। এতে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি নদীর তীরবর্তী এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি পাচারের দায়ে মাটি ব্যবসায়ী শফিকুল ইসলামকে দুই লাখ টাকা জরিমান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি ভেকু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, অবৈধভাবে মাটি খনন ও পাচারের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Share this post

PinIt
scroll to top