পাইকগাছা প্রতিনিধি
” দূরত্ব জানে শুধু, একদিন খুব নিকটে ছিলাম” – এই লাইনটিতেই বোঝা যায় ২০০৩ ব্যাচের বন্ধুদের হৃদয় পটে উজ্জ্বল কতটা জ্বল জ্বল করছে। পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল সরদার এর স্মরণে এসএসসি ২০০৩ ব্যাচের আয়োজনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজে অনুষ্ঠিত স্মরণ সভায় অব. শিক্ষক অখিল কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজ এর অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ। সভার শুরুতেই ২০০৩ ব্যাচ ও কাউন্সিলর রবিশঙ্কর মন্ডল এর সঞ্চালনায় প্রয়াত উজ্জ্বলের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। স্মরণ সভায় স্মৃতিচারণ বক্তৃতা করেন, উজ্জ্বলের ছোট ভাই টুটুল সরদার, দিপংকর মন্ডল, ইয়াসিন, রাকেশ সরদার, শেখর মন্ডল, রইচ খান, মফিজুল ইসলাম, মারুফ আহম্মেদ, রাকেশ সানা, ঋত্বিক মন্ডল, নূর ইসলাম মোহন, চিত্ত মন্ডল, রায়হান পারভেজ রনি, দীনবন্ধু সাধু, রাফেজ উদ্দীন। এসময়ে উজ্জ্বলের ২০০৩ সালের ব্যাচের বন্ধুমহল উপস্থিত ছিলেন।