দেশের তথ্য ডেস্ক:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের আ’লীগ প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলকে বিজয়ী করার লক্ষে সদর থানা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম।
সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, ২৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, প্যানেল মেয়র রফিউদ্দিন আহমেদ রফিক, সদর থানা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নূরানী রহমান বিউটি ও কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না।
প্রধান অতিথির বক্তৃতায় বাবুল রানা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ভোটারদের অনুপ্রাণিত করতে হবে। বিএনপি-জামায়াত ভোটারদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে অপপ্রচার চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হলে প্রত্যেকটি মহলায় ভোটারদের পাশে থেকে তাদের বুঝাতে হবে। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. রজব আলী সরদার, এড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, এড. অলোকা নন্দা দাস, বীরেন্দ্রনাথ ঘোষ, হাফেজ মোঃ শামীম, মাহবুবুল আলম বাবলু মোলা, আজগর আলী মিন্টু, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, এড. শেখ ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মোঃ নজরুল ইসলাম তালুকদার, মোঃ শিহাব উদ্দিন, মোঃ অহিদুল ইসলাম পলাশ, মোঃ ফায়েজুল ইসলাম টিটো, মোঃ আযম খান, এড. শামীম মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এড. এ কে এম শাহজাহান কচি, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, পারভিন ইলিয়াছ, নাছরিন আক্তার, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলি, কাউন্সিলর ইমরুল হাসান, মোঃ শামীমুর রহমান শামীম, সাংবাদিক সাহেব আলী, এড. তারিক মাহমুদ তারা, এড. এনামুল হক, এড. এম এম সাজ্জাদ আলী, মোঃ শরিফুল ইসলাম মুন্না, ফেরদৌস আলম রিতা, মাকসুদা খানম পাখি, মারিয়া মলিক, দেলোয়ারা মুর্শেদ মলি, হাসিনা বেগম, হোসনেয়ারা, শিরিন হান্নান, রেজওয়ানা প্রধান, ফেরদৌসি সাথী, কহিনুর, শবনম মুস্তারি বকুল, আরমিনা সুলতানা জুই, রেখা খানম, দুলালি সুলতানা, শিউলি বেগম, রোকেয়া রহমান, সুপ্তি হাসান, রেকসোনা কালাম লিলিসহ নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।