বাগেরহাটে চার আসনে লড়বেন ২৬ জন, প্রার্থীতা প্রত্যাহার জাকের পার্টির ২ প্রার্থীর

Bagerhat-jakerparti.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসন (চিতলমারী, ফকিরহাট ও মোল­াহাট) জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) জাকের পার্টির বাদল রেজা। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, বাগেরহাটে মোট ২৮ জন বৈধ প্রার্থী ছিলেন। প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার ৪টি আসনে ২৬ জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী রয়েছেন।

বাগেরহাটে চারটি আসনে ২৮ জন বৈধ প্রার্থীর মধ্যে ২টি আসন থেকে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন প্রত্যাহারকারীরা। রবিবার বিকেলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।
জাকের পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান আরিফুর রহমান বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাগেরহাট আসন ১ ও ৪ আসনের দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। বাগেরহাট ৪টি আসনের মধ্যে শুধুমাত্র বাগেরহাট-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবো বলে জানান তিনি।

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল­াহাট) আসনের প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান, তৃণমূল বিএনপি’র মাহফুজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মোঃ মঞ্জুর হোসেন শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ, বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী।

বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, জাকের পার্টির খান আরিফুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সোলায়মান শিকদার, তৃণমূল বিএনপি’র মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর সুবৃত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃণমূল বিএনপি’র মিঃ ম্যানুয়েল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু, তৃণমূল বিএনপি’র লুৎফর নাহার রিক্তা ও স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন।

Share this post

PinIt
scroll to top