মানিকগঞ্জে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বিক্রেতা নিহত

manikganj.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতা নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন।

নিহত ব্যক্তির নাম আনোয়ার ব্যাপারী (৫০)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে।

আহত ব্যক্তির নাম কবির হোসেন (২৩)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

ওসি হাবিল হোসেন জানান, আজ ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন ওই দুই বেলুন বিক্রেতা। সেসময় সিলিন্ডার বিস্ফোরণ হলে দুজনই গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।

Share this post

PinIt
scroll to top