পাইকগাছায় আদালতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা : আটক ১

image-254729-1702559564.jpg

শাহরিয়ার কবির, পাইকগাছা।।

খুলনার পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আদালতের স্টোনো বাদী হয়ে ১৩ ডিসেম্বর ২০২৩ রোজ বুধবার রাতে থানায় মামলা করেছেন। ঘটনার পর পরই বিচারক ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১২ ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার গভীর রাতে কোকের বোতল থেকে গ্লাস ভাংঙ্গা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে পরিদর্শনকালে কর্মকর্তারা জানান। ঘটনাস্থল থেকে কোকের দুটি বোতল ও একটি লাঠি জব্দ করেছে থানা পুলিশ। ঘটনা জানার পরপরই সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা থানার ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে পরিদর্শনে আসেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, বিকেলে আসেন জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীপ জুডিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে আদালতের স্টোনো মোল্যা গোলাম সরোয়ার বাদী হয়ে মামলা করেছেন এবং রাতেই উপজেলার গদাইপুরের আনছার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম বলেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে অতি দ্রুতই জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Share this post

PinIt
scroll to top