আজ থেকে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রীতে

seet.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

আজ (বুধবার) থেকে দেশের কয়েক জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গনমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশেই শীতের অনুভূতি বাড়তে পারে। কয়েকটি জেলায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রীর নিচে নামার আশংকা রয়েছে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশাও থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

Share this post

PinIt
scroll to top