নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তা হতে পারে না : মোংলায় আঃ খালেক

talukder.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তা হতে পারে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলায় আওয়ামী লীগের দলের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোংলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক আরো বলেন, মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনের জনপদের মানুষের ভোটে আমরা (খালেক-হাবিবুন নাহার দম্পতি) ৭ বার প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছি। এর মধ্যে আমি (তালুকদার আব্দুল খালেক) ৪ বার এবং আমার সহধর্মিণী বেগম হাবিবুন নাহার ৩ বার নির্বাচিত হয়েছে। আমি একবার প্রতিমন্ত্রী ছিলাম আর আমার সহধর্মিণী বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই এবারও আওয়ামী লীগ সভাপতি ও দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুন নাহারকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন। প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের এ প্রার্থীকে জয়লাভ করাতে আপনারা নেতা-কর্মীরা বিগত দিনের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত ও সহায়তা করবেন। আমাদেরকে আবারও নৌকাকে বিজয়ী করে ৫ম বারের মত শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ এই জনপদের সকল উন্নয়নই শেখ হাসিনার সরকার করেছেন। অন্য কোন সরকার কখনও কিছুই করেননি। প্রধানমন্ত্রীর উন্নয়নের অবদান স্বরূপ যাতে সকলেই নৌকায় ভোট দেন সেজন্য আপনারা নেতা-কর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে এ অঞ্চলের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। এবারের নির্বাচন হবে ভোট সংগ্রহের নির্বাচন। তাই দলের সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসাথে ভোট চাইবেন, যাতে মানুষ ভোট কেন্দ্রে এসে সুন্দর ও সঠিক ভাবে ভোট দিতে পারে সে ব্যাপারেও সচেতন থাকবেন। তিনি আরো বলেন, রাজাকার আলবদরদের আর কোন শক্তিই নেই, তারা অতীতে যেমন কোন কিছুই করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও আর পারবে না। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করার প্রয়োজন আপনারা শুধুমাত্র তাই করবেন। এর ব্যতিরেকে কারো হয়ে কোন পক্ষপাতিমূলক কর্মকান্ড করবেন না, এটা প্রশাসনের প্রতি আমার অনুরোধ।
মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী এ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভূঁইয়া হেয়ামেত উদ্দিন বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে নৌকার বিরোধিতা করলে তাদেরকে দলের কাছ থেকে নিক্ষিপ্ত হতে হবে।

এ বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল­া তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম নাজিনা, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিনসহ অন্যান্য আওয়ামীল সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top