সৎসতি কো-অপারেটিভ এর সভাপতি গিরীশ চন্দ্র হালদারের নামে লিগ্যাল নোটিশ।

mukl.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

সৎসতী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (গভঃ রেজি নং – ৫/৯১) এর সভাপতি/ম্যানেজার গিরীশ চন্দ্র হালদারের নামে অর্থ আত্মসাৎ এবং প্রতারনার অভিযোগ এনে আইনজীবী মারফত খুলনা থেকে লিগ্যাল নোটিশ প্রেরন করেছেন মোঃ শাকিব হোসাইন রাসেল নামের এক ব্যক্তি।তিনি তার শাশুড়ী লিপিকা মজুমদারের পক্ষে এই নোটিশ প্রেরন করেন।অভিযুক্ত গিরীশ চন্দ্র হালদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের মৃত গৌর দাস হালদারের পুত্র। উল্লেখ্য ঠিকানায় নিজ বাড়িতে বসেই সৎসতী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্মকান্ড পরিচালনা করে থাকেন।
মোঃ শাকিব হোসাইন রাসেল জানান- গিরীশ চন্দ্র হালদার ২৯/১০/২০১৫ ইং তারিখে সৎসতী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নিজস্ব প্যাডে স্বহস্তে লিখিত এবং সাক্ষরিত লিখিত একটি চুক্তি পত্রের মাধ্যমে আমার শাশুড়ী লিপিকা মজুমদারের নিকট থেকে সমিতির মূলধন বৃদ্ধির কারন দেখিয়ে মাসিক ১.৫% হারে মুনাফা দেওয়ার শর্তে চার লক্ষ টাকা ঋন হিসাবে গ্রহন করেন।কিন্তু বারবার তাগাদা দেওয়া স্বত্ত্বেও অদ্যবধি গিরীশ চন্দ্র কোনো টাকা পরিশোধ করেন নাই।আমি নিজেও একাধিক বার তার সাথে যোগাযোগ করেছি এবং টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছি।কিন্তু তিনি তা করেন নি।বরং গিরীশ চন্দ্র তার ছেলে কপিলকে দিয়ে মুঠো ফোনে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। ৮বছর সময়কাল হিসাবে মূলধন ও মুনাফাসহ সর্বমোট টাকার পরিমান নয় লক্ষ ছিয়াত্তর হাজারে দাঁড়িয়েছে। অবশেষে আমি আমার শাশুড়ী লিপিকা মজুমদারের নিকট থেকে প্রাপ্ত আইনী ক্ষমতা বলে গিরীশ চন্দ্র হালদার কে লিগ্যাল নোটিশের মাধ্যমে ১৫দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধের জন্য বলেছি।অন্যথায় আমরা অর্থ আত্মসাৎ প্রতারনা এবং বিশ্বাস ভঙ্গের অপরাধে মামলা দায়ের করবো।সকল প্রকার সত্য সঠিক এবং উপযুক্ত দালিলিক প্রমানাদি আমাদের কাছে আছে।এমনকি
সৎসতী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সরকারি নিবন্ধন নাম্বার ৫/৯১ এর সত্যতা নিয়েও আমার সন্দেহ রয়েছে।বাংলাদেশের আইন-শৃংখলা, নিয়ম-কানুন এখন অনেক উন্নত হয়েছে।বাংলাদেশ সরকার নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের এ ধরনের জঘন্য কর্মকান্ড করার কোনো সুযোগ নেই বলে আমি বিশ্বাস করি।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহবান জানাচ্ছি।শাকিব আরও বলেন- সাংবাদিক ভাইয়েরা যদি এই সমিতি নামক ঘাতক সম্পর্কে দয়া করে অনুসন্ধান করেন।তাহলে দেখবেন আমাদের মতো আরও অনেক ভুক্তভোগী রয়েছে।যারা সৎসতী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ফাঁদে পা দিয়ে সব খুইয়ে নিঃস্ব হয়ে আজ পথে পথে ঘুরছেন।আমরা খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবার সামনে গিরীশ চন্দ্র হালদারের প্রতারনার ও অর্থ আত্মসাৎ এর বিষয়টি সকলের সামনে তুলে ধরবো।যাতে করে আমাদের মতো আর কেউ এই সৎসতী কো- অপারেটিভের ফাঁদে পা না দেয়।

Share this post

PinIt
scroll to top