মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৪১)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।মঙ্গলবার রাত ১০ টার দিকে বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গাঁজা সহ হাতেনাতে আটক করা।সে রঘুনাথপুর গ্রামের জহর আলী সরদার এর ছেলে।
থানার ডিউটি অফিসার জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কামাল হোসেন ভূইয়া স্যারের নেতৃত্বে ইং-২১/১১/২০২৩ তারিখ রাত্র-২১:৫০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ নজরুল ইসলাম (৪১), পিতা-জহর আলী সরদার, সাং-রঘুনাথপুর (পূর্বপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।