ওয়েলফেয়ার পার্টি অল ইন্ডিয়া আয়োজিত,,, একাডেমি অফ ফাইন আর্টস এর সভাগৃহে একটি আলোচনা সভা করলেন।।

368282327_288948024137396_6787934881053458074_n.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

১৮ই নভেম্বর, শনিবার দুপুর দুটোয়,,, একাডেমি অফ ফাইন আর্টস এর সভাগৃহে, ওয়েলফেয়ার পার্টি আয়োজিত, একটি আলোচনা সভা করলেন বিভিন্ন সংগঠনকে নিয়ে,, ,,, এই সভার মূল উদ্দেশ্য ছিল,,, নেশা মুক্ত দেশ,,, দুর্নীতি মুক্ত দেশ,, জুয়া মুক্ত দেশ,, এবং ঘুষ মুক্ত পরিবেশ গড়ার আহ্বান । এই সভার সভাপতিত্ত করেন ওয়েলফেয়ার পার্টির সম্মানিত সর্বভারতীয় সভাপতি জনাব ড: রইসুদ্দীন,, উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি হাজী মির্জা নুরুল হাসান সাহেব, রাজ্য সভাপতি মনসা সেন, এছাড়া উপস্থিত ছিলেন সংবিধান বাঁচা কমিটির সর্ব ভারতীয় সভাপতি সুপ্রিতি রঞ্জন বিশ্বাস, সহ অন্যান্য সংগঠনের সভাপতি ও রাজ্য সভাপতি এবং কর্মীবৃন্দরা,,

এই সভার মূল বিষয়গুলি হল,, রাজ্যে আপামর জনসাধারণকে সুদ, মদ, জুয়া, ঘুষ মুক্ত স্বচ্ছ শুচীশুভ্র বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে উপস্থিত সকল সংগঠন আগামীতে নিজস্ব উদ্যোগে ও ওয়েলফেয়ার পার্টির সাথে একযোগে যৌথ কর্মসূচী রূপায়ণ করবে,,,। জনকল্যাণমূলক প্রগতিশীল অর্থনীতির স্বার্থে ,শোষণ মূলক সুদ ভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে ,যাতে করে সরকার সুদবিহীন অর্থনীতি রূপায়নে বাধ্য হয়। সমাজের মধ্যে জুয়া ও ঘুষ তথা সর্বগ্রাসী দুর্নীতি যেভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাদের কুরে কুরে খাচ্ছে,, সে ব্যাপারে গণসচেতনতা গড়ে তুলে এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সংঘটিত করতে হবে এবং সরকারের কাছে জোরালো আবেদন করা হবে, যে ঘুষ দেওয়া নেওয়ার সাথে সংযুক্ত সকলের বিরুদ্ধে যাতে আগামীতে করা শাস্তিমুলক ব্যবস্থা নেয়া যায়। অবিলম্বে সেইরূপ আইন প্রণয়ন করা, সমাজ ধ্বংসকারী মদ ভিত্তিক অর্থনৈতিক মডেল ভেঙে, স্বাস্থ্যজ্জল জনকল্যাণমূলক অর্থনীতির মডেল হিসেবে মদ সহ সকল প্রকার মাদকদ্রব্যের উপর সরকারকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং রাজ্যে সূলভে পুষ্টিকর পানিয়, যেমন দুধ সরবরাহের উপর জোর দিতে হবে ,এ বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এছাড়াও বিভিন্ন সংগঠন তাদের দাবি-দাওয়া পেশ করেন আলোচনার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে ,, তারা বলেন যেভাবে দুর্নীতির শুরু হয়েছে এবং দেশকে শেষ করার চক্রান্ত চলছে, অবিলম্বে বন্ধ করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে,,,, জুয়া ও মদে ছেলেদেরকে শেষ করে ফেলছে পরিবারের নাম যে অশান্তি, শুধু তাই নয় তারা কর্মের বিনিময়ে যাহা ইনকাম করেন সমস্ত টাই বেশিরভাগ এই জুয়া নেশাতে চলে যাচ্ছে। অন্যদিকে শিক্ষিত ছেলেরা চাকরির না পেয়ে পথে বসছে, আন্দোলন করছে, টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে, এমনকি প্রশাসনের ভূমিকা কিছুই দেখা যাচ্ছে না, তাহারাও ঘুষের বিনিময়ে সমস্ত ধামাচাপা পড়ে যাচ্ছে, তাই আমাদের লক্ষ্য স্বচ্ছ বাংলা গড়ার,, নেশা মুক্ত দেশ গড়ার,, ঘুষ মুক্ত দেশ গড়া, ও ঘুষ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে,। তাই সমস্ত সংগঠনের কাছে আমাদের একটাই আবেদন,, আমরা সবাই একত্রিত ভাবে সঙ্ঘ বদ্ধভাবে গড়ে তুলি এই বাংলা। স্বচ্ছ বাংলা, সোনার বাংলা। রিপোর্টার ,,, শম্পা দাস ও সমরেশ রায়,,, কলকাতা

Share this post

PinIt
scroll to top