দেশের তথ্য ডেস্ক:-
খুলনা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন রেজার পরিচালনায় সভায় খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর-’২৩ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ২১ নভেম্বর বিকেল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২২ নভেম্বর সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র বিলি ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ২৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ নভেম্বর বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ১৯ ডিসেম্বর বেলা ১১টা, দ্বি-বার্ষিক নির্বাচন ২০ ডিসেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সাধারণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মলিক সুধাংশু ও হাসান আহমেদ মোলা, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোহম্মদ আলী সনি, মোঃ তরিকুল ইসলাম, মোঃ আব্দুল হালিম ও শেখ মোঃ সেলিম, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।