গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় আগুন

401856186_768200478654253_2978117361827562325_n.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী জানান, দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল তবে তাৎক্ষণিকভাবেই তা নিয়ন্ত্রণ করা হয়েছে।

গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় রেললাইনের উপর আবর্জনা ও বাঁশের টুকরা ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে রেল চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনের উপর কিছু আবর্জনা ও বাঁশের টুকরা ফেলে তার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে ফেলা হয়েছে। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। রেল লাইনে আগুন দেয়ার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত পৌনে আটটার দিকে খবর আসে ভূরুলিয়া রেললাইনের পাশে আগুনের ঘটনা আছে। পরে তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

Share this post

PinIt
scroll to top