মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৪৫ বোতল ফেন্সিডিল সহ সোহরাব হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার দুপুরে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার কদমতলা গ্রামের রজ্জোত আলীর ছেলে।
থানার ডিউটি অফিসার এএসআই মনিরা মুক্তা জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া স্যারের নেতৃত্বে অদ্য ইং-০৬/১১/২০২৩ তারিখে ১৪:১০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন ধৃত আসামী মোঃ সোহরাব হোসেন এর মাছের ঘেরের পূর্বপাড় হইতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহরাব হোসেন (৫৫), পিতা-মৃত রজ্জোত আলী সরদার, সাং-কদমতলা বারোপোতা, থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে ।