বাগেরহাটে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী হত্যার দায়ে

fcghgfjnfgv.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অপরাধে এনামুল হক হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার বিকেলে আসামির অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত এনামুল শরণখোলা উপজেলার রতিয়ারাজাপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ অক্টোবর বিকেলে যৌতুকের দাবিতে রতিয়ারাজাপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী এনামুল হক। পরে নিহতের ভাই একই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এনামুল হকসহ ৭ জনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২ মার্চ থানার তৎকালীন এসআই আবুল বাশার খলিফা এনামুল হকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত এনামুল হক দীর্ঘদিন ধরে পলাতক। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. রনজিৎ কুমার মন্ডল। আসামিপক্ষে ছিলেন এড. আল মামুন।

Share this post

PinIt
scroll to top