শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১১২টি পূজামন্ডপে জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত ৫৬ মে. টন জিআর চাউল বিতরণ

hgjfg.jpg

সাতক্ষীরা প্রতিনিধি ঃ

শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা হতে বরাদ্দকৃত জিআর চাউল সদর উপজেলার পূজামন্ডপসমূহে বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযোন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সোনা, কাটিয়া নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, গোপাল চন্দ্র ঘোষাল, রাম পদ দাস, রায দুলাল চন্দ্র, সমীর কুমার বসু, অমিত ঘোষ বাপ্পা, প্রবীর পোদ্দার প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ১১২ টি পূজা মন্ডপে ৫৬ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন।

Share this post

PinIt
scroll to top