ছিনতাইকৃত ০১ টি ব্যাটারী চালিত রিক্সা উদ্ধার ০১ জন ছিনতাইকারী গ্রেফতার সোনাডাঙ্গা মডেল থানা কর্তৃক

kmp-2.jpg

দেশের তথ্য ডেস্ক:-

গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ১১.১০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা কর্তৃক সিএন্ডবি কলোনী মেইন রোডস্থ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার সামনে ব্যাটারী চালিত রিক্সা ও ৩টি ব্যাটারী, যাহার মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। এই প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-২৫, তাং-১৬/১০/২০২৩ খ্রিঃ, ধারা-২০০২ সলের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর ২০২৩ খ্রি: রাত্র ১০.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন সিএন্ডবি কলোনী জামে মসজিদের সামনে ভিকটিম সুরঞ্জন রায়(৪৫), পিতা-মৃত: প্রান কুমার রায়, সাং-স্বর্ণপাড়া (ডুমুরিয়া খাদ্য গোডাউনের পাশে), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা পৌঁছাইলে ছিনতাইকারী ১) মোঃ সবুজ হোসেন(২২), পিতা-মোঃ সিদ্দিক হোসেন, সাং-সিএন্ডবি কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল; পলাতক ছিনতাইকারী ২) মোঃ আকাশ(২২), পিতা-আদু হাওলাদার, ৩) সালমান(২৩), পিতা-অজ্ঞাত, উভয় সাং-সিএন্ডবি কলোনী, সোনাডাঙ্গা মডেল থানা, মহানগর খুলনা সহ অজ্ঞাতনামা ২/৩ জন ভিকটিমকে ধারালো চাকু দিয়া বিভিন্ন ধরণের ভয়-ভীতি দেখিয়ে বাটারী চালিত রিক্সা ছিনিয়ে নিয়ে চলে যায়। ভিকটিমের ডাকচিৎকার শুনে উপস্থিত লোকজন আসামীদের পিছু পিছু ধাওয়া করে। পরবর্তীতে মোবাইল টহলে থাকা এসআই(নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত লোকজনের সহায়তায় সিএন্ডবি কলোনী মেইন রোডস্থ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে ছিনতাইকারী মোঃ সবুজ হোসেন কে গ্রেফতার করে। এ সময় অজ্ঞাতনামা আসামীরা কৌশলে পালিয়ে যায় এবং গ্রেফতারকৃত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদ্বয়ের নাম ঠিকানা প্রকাশ করে।

Share this post

PinIt
scroll to top