সাদ্দাম উদ্দীন রাজ- রায়পুরা প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব:একটি জাতির রূপকার চলচ্চিত্রটি স্হানীয় প্রেক্ষাগৃহ রায়পুরার হাসনাবাদ বাজারস্থ ছন্দা সিনেমা হলে পাঁচ দিনের জন্য সাধারণ জনগণকে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করে দিলেন নরসিংদী-০৫ (রায়পুরা)আসনের ছয় ছয়বারের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ধোধন ঘোষণা করেন।চলচ্চিত্রটি শুক্রবার ১৩ অক্টোবর সারাদেশে ১৫৩ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।
এরই ধারাবাহিকতায় শনিবার ১৪ অক্টোবর বিকাল( ৩-৬)টায় রায়পুরা উপজেলার
পশ্চিমাঞ্চলের সকল ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অসাধারণ জনগন হাসনাবাদ ছন্দা সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজিব আহমে পার্থ আগামী ১৬ অক্টোবর রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগ ও পূর্বাঞ্চল, ১৭ অক্টোবর রায়পুরা পৌরসভা, ১৮ অক্টোবর রায়পুরা ইউনিয়ন ও চরাঞ্চল এবং ১৯ অক্টোবর উপজেলা আ. লীগ ও তার সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণকে বঙ্গবন্ধু বায়োপিক প্রদর্শনে হাসনাবাদ ছন্দা সিনেমা হলে যাওয়ার আহবান জানান।
মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রটি ইচ্ছুক সকল আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের টিকিট ছাড়া চলচ্চিত্রটি প্রদর্শন করতে পারবেন।
চলচ্চিত্রটি প্রদর্শনে পর দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের বিষয়ে সবাই জানতে পারবে।