বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট রামপালে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার আয়োজনে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ অক্টোবর) বিকাল চারটায় রামপাল থানা অডিটরিয়ামে অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই । সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘীরে বিভিন্ন ধর্মান্ধ গোষ্ঠী মাথা চাড়া দিতে চাচ্ছে তাই তাদের একসাথে তাদের আমরা প্রতিহত করবো । প্রধান অতিথি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ সালাউদ্দিন দীপু, রামপাল মংলা সার্কেল অফিসার মুশফিকুর রহিম তুষার, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।