শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

poluice4.jpg

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট রামপালে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার আয়োজনে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ অক্টোবর) বিকাল চারটায় রামপাল থানা অডিটরিয়ামে অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই । সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘীরে বিভিন্ন ধর্মান্ধ গোষ্ঠী মাথা চাড়া দিতে চাচ্ছে তাই তাদের একসাথে তাদের আমরা প্রতিহত করবো । প্রধান অতিথি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ সালাউদ্দিন দীপু, রামপাল মংলা সার্কেল অফিসার মুশফিকুর রহিম তুষার, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share this post

PinIt
scroll to top