ভর্তি রোগী ২০১৫৮, ডেঙ্গুতে আট দিনে প্রাণহানি ১০০ ছুঁই ছুঁই

dengu-1.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

অক্টোবর মাসেও ডেঙ্গুর দাপট চলছে। চলতি মাসের আট দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০৮৬ জনের প্রাণ গেছে ডেঙ্গুতে। একদিনে আরও ২ হাজার ৭৪২ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে রাজধানীতে ৮৮ হাজার ১৯৪ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন। মৃত ১০৮৬ জনের মধ্যে নারী ৬১১ জন এবং পুরুষ ৪৭৫ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৪০১ জন এবং রাজধানীতে ৬৮৫ জন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭৪২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১২ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৩০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৭৪২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮০০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮২৬ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯৭৪ জন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৩৮৫ জন এবং নারী ৮৮ হাজার ১৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন।

Share this post

PinIt
scroll to top