সরকারের উন্নয়নের ফিরিস্তি সাধারণ জনগণ ও দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বুঝাতে হবে- জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ

kjhbncftvvtb.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে সংগঠনকে গতিশীল করতে, বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য আমজনতার কাছে তুলে ধরতে ও ভোট প্রদানে ভোটারদের সহযোগিতা করার লক্ষ্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবুকে খুলনা জেলা কৃষক লীগের কো-অপ্ট মেম্বর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. মোঃ আনোয়ার হোসেন, এড. মনজিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাতেম শেখ, সাংগঠনিক সম্পাদক প্রকাশ কান্তি বিশ^াস, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, রূপসা উপজেলা সভাপতি আব্দুল মান্নান শেখ, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া, ডুমুরিয়া উপজেলা সভাপতি অরিন্দম মলি­ক, সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান, তেরখাদা উপজেলা সভাপতি এস এম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, বটিয়াঘাটা উপজেলা আহবায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, সদস্য সচিব শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সদস্য আব্দুল মান্নান খান মনা, দাকোপ উপজেলা সভাপতি মোঃ গোলাম হোসেন, কয়রা উপজেলা আহবায়ক শাহিনুর রহমান শাহীন, সদস্য সচিব শাহানুল আলম, দিঘলিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, ফুলতলা উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, জেলা কৃষক লীগের কো-অপ্ট মেম্বার আবু আহাদ হাফিজ বাবু। বক্তৃতা করেন কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, কমলেশ গোলদার, খালেদা খাতুন ফেন্সি, ত্রিনাথ বৈদ্য, নিভা বিশ^াস, মোঃ আকবর আলী, গোবিন্দ বিশ^াস, মোঃ সেলিম মোড়ল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাত্তার সরদার, শিরিন নাহার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষকরতœ শেখ হাসিনার সরকারকে পুনরায় পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য কৃষক লীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে এক হয়ে দলের জন্য কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি সাধারণ জনগণ ও দ্বাবে দ্বারে গিয়ে মানুষকে বুঝাতে হবে। দলীয় প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করতে হবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। সব কিছুই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবদান। তাই সুষ্ঠভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

Share this post

PinIt
scroll to top