চুয়াডাঙ্গার , নারী আটক বাজারের ব্যাগে ২০ কেজি রুপাসহ

chu.webp

দেশের তথ্য ডেস্ক:- 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০ কেজি রুপাসহ শাহানাজ পারভীন (৪০) নামে এক নারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে রুপাসহ তাকে আটক করা হয়।

শাহানাজ পারভীন উপজেলার বিষ্ণপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বিপুল পরিমাণ রুপা ভারত থেকে পাচার করে আনা হয়েছে।

এমন খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির ও ওসি অপারেশন মাহাবুবুর রহমান দল নিয়ে শাহানাজ পারভীনের বাড়িতে অভিযান চালান। এ সময় তার টিনশেডের বসতঘরে একটি বাজার করার ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি রুপার বার মেলে। উদ্ধারকৃত রুপার ওজন ১৯ কেজি ৯৯৮ গ্রাম। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top