999 কলের সুবিধায় ফিরে পেল পরিবার দুই ভাই ।

2-vai.jpg

মোঃ ইমরান হোসেন
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশ গত ইং ২৭ সেপ্টেম্বর শিশু শয়ন মন্ডল (৫) ও চয়ন মন্ডল (৮) কে তাদের মায়ের কাছে হস্তান্তর করেছেন।শিশু দুটি বিএনপির খুলনায় রোডমার্চে অংশ নিতে আসা বাসে উঠে বাগেরহাট থেকে খুলনায় আসে কিন্তু বাস ফিরে গেলেও ফেরা হয়নি শয়ন ও চয়নের। হরিণটানা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার সময় জনৈক শারমিন নামের একজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে বলেন যে, হরিণটানা থানাধীন বিসমিল্লাহ আবাসিক এলাকায় ২ জন শিশু এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে তারা বলছে যে তারা এই এলাকার নয়। অতঃপর হরিণটানার থানার এএসআই মোঃ আবু সালেহ কে বিষয়টি অবহিত করা হলে। তিনি সঙ্গীয় মোবাইল-৪৪ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং শিশু দুটিকে উদ্ধার করে হেফাজতে গ্রহণ করেন।পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে,তাদের বাড়ি বাগেরহাট জেলার বারাকপুর গ্রামে।তাদের পিতার নাম সুভল মন্ডল।তারা মিছিলের বাসে উঠে খুলনায় এসে নামে। পরে হাটত হাটতে পথ ভুলে খুলনা মহানগরীর বিসমিল্লাহ আবাসিক এলাকায় চলে এসেছে। পরে শিশু দুটির মা মালতী মন্ডলের সাথে যোগাযোগ করে ভিকটিমদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ জানানো হয় এবং তিনি ২৭ সেপ্টেম্বর এসে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ছেলে দুটিকে নিজ জিম্মায় গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন,ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মোছাঃ পারভীনা খাতুন,শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত,হরিণটানা থানার এসআই আসমা খাতুন, ডিউটি অফিসার এএসআই রহিমা খাতুন,নারী কনস্টেবল ফারহানা খাতুন ও সাদিয়া আক্তার।

Share this post

PinIt
scroll to top