অরুপ জোদ্দার,
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সম অধিকার সম মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এবং সংখ্যালঘু ঐক্য মোচা কর্তৃক ঘোষিত দফা বাস্তবায়নে বাংলাদেশ যুব ঐক্য ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা গতকাল শুক্রবার বেলা ১১ টায় খুলনা জেলা যুব ঐক্য পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি স্বপন কুমার রায়’র সভাপতিত্বে স্থানীয় খুলনা দোলখোলা শ্রী শ্রী শীতলতা ঠাকুরাণী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব কমিটির সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত ৩০ আসনের সংসদ সদস্য অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার । কর্মী সমাবেশ আলোকিত অতিথি ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য বিজয় কুমার ঘোষ । কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলক গোস্বামী, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শ্রীমন্ত অধিকারী রাহুল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিমান বাহারী রায় অমিত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, গৌর পদ বাছাড় । কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুব কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি রবার্ট নিক্সন ঘোষ । বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য্য, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ঋত্বিক রায় বাহাদুর, কেন্দ্রীয় যুব কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু । সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদ কর্মী সমাবেশ প্রস্তূত কমিটির আহ্বায়ক কানাই মন্ডল । সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি পাপ্পু সরকার ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু ঘোষ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক মিঠুন রায়, সদস্য সচিব চিরঞ্জীব মল্লিক, বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি পরাগ রায়, সাধারণ সম্পাদক রিপন রায়,বিষ্ণু রায়, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরূপ জোদ্দার প্রমূখ ।