বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত মরদেহ ফেরত ।।।

Deadbody.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক মিজানুর রহমান ওরফে কয়রা মিজানের (৫৫) মরদেহ হস্তান্তর করা হয়েছে। ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যের কাছে মরদেহ হস্তান্তর করেন।
বুধবার বিকেলে জীবননগর বেনীপুর সীমান্তের ৬১/৭ এস পিলারের কাছে এ পতাকা বৈঠক হয়। এর আগে বিজিবির সহায়তায় নিহত মিজানের স্ত্রী নাসিমা ভারতে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

 

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মিজানুর রহমান জীবননগরের বেনীপুর গ্রামে বসবাস করেন। গত ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সহযোগীদের সঙ্গে সীমান্তে যায়। ওই রাতে বিএসএফ’র গুলিতে তিনি মারা যান। পরে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে নিহত মিজানুরের মরদেহ ফেরত চায়। বিএসএফ বুধবার পতাকা বৈঠকে মরদেহ হস্তান্তর করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, মরদেহ পরিবারে সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top