রূপসায় শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনায় তোলপাড়-প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন

rap.jpeg

রূপসায় শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকসহ সচেতন মহলে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। পাশাপাশি এ ব্যাপারে ব্যবস্থা নিতে শিশু কন্যাদের অভিভাবকগণ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গঠিত হয়েছে পৃথক তদন্ত কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর শিশু কন্যাদের অভিভাবকগণ লিখিত অভিযোগে উলে­খ করেছেন হাজি আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত কন্যা শিশু শিক্ষার্থীদের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে আসছে এবং বাড়িতে গিয়ে এসব কথা কাউকে বললে পরীক্ষায় ফেল করানোর হুমকি ধামকি দেয়। তারা উক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে রূপসার হাজি আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নারী শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। ২০১৩ সালের অক্টোবর মাসে কাজদিয়া কলেজিয়েট স্কুলে ৫ দিনব্যাপি বাংলাদেশ স্কাউটস-এর কাব প্রশিক্ষণ চলাকালে রাতে উক্ত শিক্ষক সহকর্মী শিক্ষিকাদের কৌশলে যৌন হয়রানীর চেষ্টা চালায়। যা নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় চলে। এমনকি বিষয়টি সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে সে সময় তদন্ত কমিটি গঠন হলেও কোন শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, শিক্ষক কর্তৃক কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি খুবই স্পর্শকাতর ও ন্যাক্কারজনক। ঘটনার সততা যাচাইয়ের জন্য সহকারী শিক্ষা অফিসারদের দায়িত্ব প্রদান করেছি। আজ বুধবার তারা সরেজমিন তদন্তে যাবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার কহিনুর জাহানের নির্দেশে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার উক্ত কমিটির সদস্যরা সরেজমিন তদন্তে যাবেন বলে জানতে পেরেছি। তদন্তে ঘটনার সততা মিললে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে এ রিপোর্ট লেখার সময় রাতে উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share this post

PinIt
scroll to top