হরিণের মাংসসহ ২ শিকারী গ্রেফতার ।।।

horin.jpg

 

রামপাল প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপালে হরিণের মাংসসহ ২ শিকারী চোরাই কারবারিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের পুত্র শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানায় অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, সোমবার ভোর রাতে (রোববার দিবাগত) রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর দিয়ে মোটরসাইকেল যোগে মাংশ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের সহায়তায় তাদের কাছ থেকে হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, হরিণ শিকারী সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে খোঁজা হচ্ছে । মূল চক্রকে নির্মূল করা হবে।

Share this post

PinIt
scroll to top