‘বিশ্বকাপে টাইগাররা হবে ভয়ঙ্কর’ ভারতকে ৬ রানে হারিয়ে সেই আরাধ্য জয়টাই তুলে নিল সাকিব আল হাসানের দল

var-1.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

নিয়মরক্ষার ম্যাচ হলেও রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছিল বাংলাদেশ-ভারতের লড়াই। সুপার ফোরের শেষ ম্যাচটিতে জয়-পরাজয় কোনো দলের জন্যই জরুরি ছিল না। কারণ ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে। তবে এশিয়া কাপের মঞ্চে বাজে পারফর্ম করা বাংলাদেশের জন্য একটা জয় ছিল খুব প্রয়োজনীয়।

ভারতকে ৬ রানে হারিয়ে সেই আরাধ্য জয়টাই তুলে নিল সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে সাকিব জানালেন, বিশ্বকাপে টাইগাররা হবে ভয়ঙ্কর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের খুব ভালো দল আছে। অনেক ইনজুরি ছিল।

এশিয়া কাপে খেলোয়াড়দের আসা-যাওয়া আমাদের সাহায্য করেনি। আশা করি, আমরা বিশ্বকাপে পুরো ফিট দল পাবো। আমি মনে করি, বিশ্বকাপ আমরা একটি ভয়ঙ্কর দল হবো।’ ম্যাচের পর অবশ্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন সাকিব।
প্রশংসায় ভাসিয়েছেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেসব ছেলেরা সুযোগ পায়নি, আমরা তাদের সুযোগ দিয়েছি। আমরা দেখতে চেয়েছিলাম কোন কম্বিনেশনটা ঠিক হয়, শেষ কয়েকটা ম্যাচ দেখে ভেবেছি স্পিনাররা বড় অংশ হবে। এজন্য বাড়তি স্পিনার নিয়েছিলাম। সৌভাগ্যবশত আজ কাজ এসেছে।


নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, ‘আমি এশিয়া কাপে ভালো ব্যাট করছিলাম না। আজকে যখন তাড়াতাড়ি উইকেটে যেতে হলো, আমি ভাবলাম হাতে সময় আছে। নিজেকে সেট করলাম। যখন প্রথম বাউন্ডারি হাঁকালাম, ভালো অনুভব করতে শুরু করেছিলাম। ওখান থেকে আমি খুব ভালো ব্যাট করেছি মনে হয়। উইকেট চ্যালেঞ্জিং উইকেট ছিল। যখন বল পুরোনো হয়, ব্যাট করা একটু সহজ হয়েছে। কিন্তু স্পিনারদের খেলা কঠিন ছিল।

Share this post

PinIt
scroll to top