কেএমপির আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে মোবাইল ফোন টাওয়ারে ব্যবহৃত ০৪(চার)টি চোরাই ব্যাটারী এবং চোরাই কাজে ব্যবহৃত ০১(একটি) গাড়ী ও অন্যান্য উপকরণ উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার

2cb77718-53b5-4d21-ba03-81685de5d4c9.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ৩১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ সকাল ০৮:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশর আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর আড়ংঘাটা থানাধীন খামারবাটি মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১) বরুন বালা(৪০), পিতা-মহানন্দ বালা, সাং-পিরানমারী মুশুরিয়া, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি-লবণচরা শুকুর আলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-লবনচরা, জেলা-খুলনা; ২)মোঃ মাহাবুর রহমান(৩৮), পিতা-মোঃ আক্কাছ আলী, সাং-উত্তর ধানকুড়া, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ; ৩) মুসা খান(৩৮), পিতা-মৃত: আতাহার আলী খান, সাং-মোল্যাপাড়া, থানা-লবণচরা; ৪) রাজিব শেখ(২৫), পিতা-বাবুল শেখ, সাং-রণবিজয়পুর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট এবং ৫। হিলটন বাইন(৩৫), পিতা-প্রদীপ বাইন, সাং-মুশুরিয়া, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে (১) ০১(এক)টি নিশান ক্যারিবয় ডাবল কেবিন পিকআপ গাড়ী, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৫৫২৩ (২) একটি লোহার খাচার ভিতরে রক্ষিত মোবাইল ফোন টাওয়ারে ব্যবহৃত ব্যাটারী-০৪(চার)টি, (৩) ০১(এক)টি গ্রিন্ডিং ইলেকট্রিক মেশিন এবং (৪) ০১(এক) টি লোহার সাবল উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
পরবর্তীতে মামলার বাদী সংবাদ পেয়ে থানায় এসে চুরি যাওয়া ব্যাটারী সনাক্ত করেন এবং ধৃত আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে আড়ংঘাটা থানার মামলা নং-০৪, তারিখ-১৫/০৯/২০২৩ ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top