সবুজ বনায়নে ফ্রী বৃক্ষ বিতরণ কর্মসূচি

bon-1.jpg

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:-

কল্যাণমূখি সমাজ বিনির্মাণে যুবদের ভুমিকা অনেক গুরুত্বপূর্ণ। যেই দেশ-রাষ্ট্রে যুবকরা দেশ সমাজের কল্যাণে কাজ করে তাদের দমিয়ে রাখা দুস্কর;তারা দুর্দমনীয়।

তাদের কল্যাণমুখি কাজে সমাজ-রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন হয় অসম্ভভাবে। নানাভাবে মানবিক যুবকগুলো কাজে নিজেদের জড়িয়ে রাখেন তারা।

‘বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থা’ একটি মানবিক সংগঠন। যেখানে তরুণরা তাদের মনের মাধুরি মিশিয়ে কাজ করছে নানাভাবে শিশুদের উন্নয়নে। তাদের পরবর্তী প্রজন্ম যাতে সুন্দর-সাবলীলভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে ভালো করে সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছে অবিরাম।
পরবর্তী প্রজন্ম যাতে সুন্দর একটি সবুজায়নে পরিপূর্ণ একটি রাষ্ট্র পায় সেই জন্য তারা মাস ব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
শুক্রবার ১৫ সেপ্টেম্বর বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর সাধারচর খালপাড় ১৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা শাখার তত্বাবধানে প্রাণের সাধারচর গ্রুপের আয়োজনে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মৃধার সভাপতিত্বে প্রাণের সাধারচর গ্রুপের পরিচালক সাব্বির ভুইয়ার সঞ্চালনায় উদ্ভোধন করেন শিবপুর উপজেলা শাখার সহ সভাপতি মুকুল মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণের সাধারচর গ্রুপের নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম খান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাও. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সিহাব উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিগণ সমসাময়িক জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Share this post

PinIt
scroll to top