ওমর ফারুক ; নরসিংদী
নরসিংদী জেলা মাধবদী থানায় কাঁঠালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গত ৬ সেপ্টেম্বর রাতে মাধবদী থানার আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে ৩৩ সদস্য বিশিষ্ট।
এই কমিটিতে আহবায়ক করা হয় মো. সাজোয়ার হোসেন ভুইয়া এবং সদস্য সচিব হিসাবে ঘোষণা করা হয় মো. সাইফুল ইসলামকে।
কমিটি প্রকাশের পরে একাংশের (১৬ জনের) পদত্যাগ হয়েছে বলে কিছু অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের তীব্র নিন্দা জানান গতকাল (১১ ই সেপ্টেম্বর রোজ সোমবার) রাত ৮ টা সময় সংবাদ সম্মেলন এর মাধ্যমে আহ্বায়ক মোঃ সাজোয়ার হোসেন ভূইয়া ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম ও কমিটিতে থাকা সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ এইচ এম আল আমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম প্রধান, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম মিয়া সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এব্যাপারে বর্তমান কমিটির আহবায়ক এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন বলেন,’আসলে আমাদের কমিটি ৩৩ সদস্যের। তবে এখানে কিছু সদস্য; যারা বর্তমানে নরসিংদী জেলা আহবায়কের বিপক্ষে তারা তাদের সাথে আঁতাত করে এই কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছে। আসলে কমিটির একাংশ নয় তারা। অপেক্ষাকৃত জুনিয়র যারা আছেন এবং যেই পদ পাওয়ার তারা আশা করেছিলেন ঐ অনুযায়ী পদ না পাওয়ায় তারা বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করছে। মূলত কাঙ্ক্ষিত পদ না পেয়ে তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে।’ এসময় কাঁঠালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত মিথ্যা ও বানোয়াট পদত্যাগ পত্রে যাদের নাম ও স্বাক্ষর নেয়া হয়েছে তাদের বেশির ভাগ লোক সাজোয়ার ভূইয়া ও সাইফুল ইসলামের কমিটিতে আছে এবং সংবাদ সম্মেলনে স্বশরীরে উপস্থিত থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত নবগঠিত কমিটির সকলেই বিভ্রান্তমূলক, বানোয়াট ও মিথ্যা সংবাদে প্রভাবিত না হতে সকলের প্রতি আহবান জানান এবং মিডিয়া কর্মীদের সত্য ও সঠিক সংবাদ প্রকাশে সকলের প্রতি অনুরোধ করেন।