লবণচরা থানা পুলিশ কর্তৃক ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০৩ (তিন) টি ১২ বোর শর্টগানের কার্তুজ, ০১ (এক) টি চাপাতি এবং ০১ (এক) টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল উদ্ধারসহ ০১ (এক) জন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারী দুলাল গ্রেফতার

dud.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

গত ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৫.৩৫ ঘটিকায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী লবণচরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক’র নেতৃত্বে লবণচরা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন মতিয়াখালী এলাকা হতে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারী মোঃ দুলাল তালুকদার(২৮), পিতা-মোঃ ফারুক তালুকদার, মাতা-হেলেনা বেগম, সাং-হাজী মালেক কবরস্থানের দক্ষিণ পাশে, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, সে লবণচরা থানার মামলা নং-৫, তারিখ-০৫/০৬/২০২৩ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ৩৪১/৩৮৫/ ৩৮৬/৩৮৭/৩২৩ এবং লবণচরা থানার মামলা নং-১২, তারিখ-২২/০৮/২০২৩ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ এর এজাহারনামীয় নজরুল ইসলাম হত্যা চেষ্টা ও চাঁদাবাজী মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক ৩১নং ওয়ার্ড কৃষকলীগ নেতা নজরুল হত্যা চেষ্টা মামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ও চাপাতি তার ভাড়াটিয়া বাড়ির পূর্ব পাশে ইটের বাউন্ডারী ওয়ালের পাশে ঝোপঝড়ের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্য মতে লবণচরা থানাধীন হাজী মালেক কবরস্থানের দক্ষিণ পাশে মোঃ দুলাল তালুকদার’র ভাড়াটিয়া বাসার পূর্ব পাশে ইটের বাউন্ডারী ওয়ালের সাথে লাভলুগংদের জমিতে ঝোপের মধ্যে হতে ০১ (এক) টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০৩ (তিন) টি ১২ বোর শর্টগানের কার্তুজ, ০১ (এক) টি চাপাতি এবং ০১ (এক) টি স্টিলের তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল তালুকদার(২৮) এর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A রুজু করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ দুলাল তালুকদার(২৮) এর নামে হত্যা, হত্যার চেষ্টা, পুলিশ আক্রান্ত, চাঁদাবাজি, বিষ্ফোরক দ্রব্য, মাদক ও অন্যান্য ধারায় মোট ০৮ টি মামলা রয়েছে।
মামলাসমূহঃ
১) লবণচরা থানার এফআইআর নং-৮, তাং-১৮/১০/২০১৭ খ্রিঃ; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক)
২) লবণচরা থানার এফআইআর নং-২, তারিখ-০৪ সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬
৩) খুলনা সদর থানার এফআইআর নং-৭, তারিখ-০৭ সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৪৪৭/৪৪৮ /৩২৩/৩৮০/৪২৭/৫০৬
৪) মাদারীপুর সদর থানার এফআইআর নং-১১, তারিখ-০৭ সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ; ধারা-৩/৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; তৎসহ ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/১১৪
৫) লবণচরা থানার এফআইআর নং-৯/৯, তারিখ-১৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৬/ ৩০৭/৩০২/৩৪
৬) লবণচরা থানার এফআইআর নং-১০/১০, তারিখ-১৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/১৮৬/৩৩২/ ৩৩৩/৩০৭/৩৫৩/৩৪
৭) লবণচরা থানার এফআইআর নং-৫, তারিখ-০৫ জুন ২০২৩ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ৩৪১/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩
৮) লবণচরা থানার এফআইআর নং-১২ তারিখ-২২ আগস্ট ২০২৩ খ্রিঃ; ধারা-১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬

Share this post

PinIt
scroll to top