বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০৯ বোতল ফেন্সিডিল সহ আটক ১।

8949644c-bb91-44ff-a2b7-4ed931e6d7bb.jpg

মিলন হোসেন বেনাপোল:-
বেনাপোল পোর্ট থানার পুলিশের এক অভিযানে ২০৯ বোতল ফেন্সিডিল সহ জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার দুপুরে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট ডিউটি অফিসার জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া স্যারের নেতৃত্বে ইং-১১/০৯/২০২৩ তারিখ রাত্র ০১:৩০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ জাকির হোসেন (২৫), পিতা-মোঃ জিল্লুর রহমান, গ্রাম- খড়িডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করে
একই তারিখ ১২:১৫ ঘটিকায় অত্র থানা এলাকার বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

Share this post

PinIt
scroll to top