শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক ।। খুলনার পাইকগাছায় ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান,বাসাবাড়ী ঘিরে চোর-ছিনতাইকারী, পকেটমার চক্র সক্রিয় হয়ে উঠেছে।রবিবার আনুমানিক দুপুর ০১ টার সময় টাকা জমা করার জন্য জয়দেব রায় পাইকগাছা সোনালী ব্যাংকে আসেন কিন্তু ব্যাংকে ভিড় দেখে খাওয়ার উদ্দেশ্যে বাজারে যায়। হোটেল যেয়ে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে ব্যাগে রাখা ৫০ হাজার টাকা না পেয়ে তড়িঘড়ি করে বের হয়ে আসেন।পরে পুলিশকে অবহিত করেন। জয়দেব রায় উপজেলার সোলাদানা ইউনিয়নের বাসিন্দা।জয়দেব রায় সাবেক, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক।তিনি সকালে বাড়ি থেকে ব্যাংকে টাকা জমা করার উদ্দেশ্যে পাইকগাছায় আসেন।এ সময় একটি ছিনতাইকারী/পকেটমার চক্র তাকে টার্গেট করে।চক্রটি ব্যাংকের ভিতরে তার টাকা রাখা ব্যাগ থেকে টাকা উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানে ব্যাংকের গ্রাহক ও সিসি ক্যামেরা পর্যাপ্ত থাকায় ব্যাংক এর ভিতর থেকে টাকা নিতে পারিনি। কিন্তু তাতেও চক্রটি থেমে থাকেননি তিনি ব্যাংক থেকে বেরিয়ে আসলে তার পিছু নেয় ঐ চক্র।
উক্ত বিষয়ে পাইকগাছা সোনালী ব্যাংকের এস,এম,সানিন কায়সার প্রিন্সিপাল অফিসার সাংবাদিকদের বলেন, এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহক আমার কাছে এসেছিলো।তিনি বলেন আমি কিছুক্ষণ আগে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা করতে আসি ভিড় দেখে আমি হোটেলে খেতে যায়।বাজারে যেয়ে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখি ব্যাগে কোন টাকা নেই। পরবরর্তীতে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখি ঐ গ্রহক এর আশপাশে একটি লোক ঘোরাঘুরি করছিল।আমরা প্রশাসন কে ভিডিও ফুটেজটি দিয়েছি।
এবিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, জয়দেব রায় বাড়ি থেকে পাইকগাছায় ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে আসেন। ব্যাংকে অনেক ভিড় দেখে তিনি ফিরে হোটেলে খাওয়ার জন্য যান। হোটেলে যেয়ে দেখে তার ব্যাগে রাখা ৫০ হাজার টাকা নেই। তখন তিনি পুলিশকে অবহিত করেন।আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে চক্রটিকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি।