আট মাসে ৩৬১ শিক্ষার্থীর আত্মহত্যা ,অকালে ঝরে যাচ্ছে মেধাবীরা ।।।

mritt.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত মোট ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ১৬৯ জন স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত আট মাসে ১৬৯ স্কুলশিক্ষার্থী, ৯৬ কলেজের শিক্ষার্থী, ৬৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৩০ জন মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

দেশের ১০৫টি জাতীয়, স্থানীয় পত্রিকা এবং অনলাইন পোর্টাল থেকে শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য সংগ্রহ করা হয় বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, ইন্টেলিজেন্স প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ফরিদা ইয়াসমিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমদ, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।

তথ্যে দেখা যায়, ২০২২ সালের একই সময়ে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। ২০২৩ সালের প্রথম আট মাসে ৩৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯ দশমিক ৩০ শতাংশ ছাত্রী গত আট মাসে আত্মহত্যা করেছে। কারণ বিবেচনায় দেখা যায়, অভিমান, প্রেমঘটিত, পারিবারিক বিবাদ, যৌন হয়রানি, পড়াশোনার চাপ ও ব্যর্থতার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে স্কুলগামীরা।

মোট আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ৪৬ দশমিক ৮ শতাংশই স্কুলশিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ১১২ জন আর ছাত্র ৫৭ জন। এ ছাড়া আত্মহননকারীদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী ৮ দশমিক ৩১ শতাংশ।

Share this post

PinIt
scroll to top