পদোন্নতি পাচ্ছেন ২৯০ পুলিশকর্তা পদ না থাকলেও

police-1.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় পদোন্নতি আসছে পুলিশ প্রশাসনে। পদ শূন্য না থাকায় ‘সুপারনিউমারারি’ (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি করে এ পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের (এসপি) ২৯০টি সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে। সে অনুযায়ী অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ ও এসপি পদে ১৫০ জন কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন। পদোন্নতির যোগ্যতাসম্পন্ন আরও বেশি কর্মকর্তা থাকায় অনেককে হতাশ হতে হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সুপারনিউমারারি পদ বা সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতি পেলেও নির্দিষ্ট সময় পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একই পদে অধিষ্ঠিত থাকতে হয়। পাশাপাশি পদোন্নতির পরও তারা একই দায়িত্ব পালন করে থাকেন।

পুলিশ সদর দপ্তর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (ওঅ্যান্ডএম) বিভাগের সূত্র জানায়, পদ শূন্য না থাকায় পুলিশ সদর দপ্তর থেকে ‘সংখ্যাতিরিক্ত পদ’ তৈরি করে প্রায় ৫২৯ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। ১৫ অতিরিক্ত আইজি (গ্রেড-১), ৩৫ অতিরিক্ত আইজি (গ্রেড-২), ১৪০ ডিআইজি, ১৫০ অতিরিক্ত ডিআইজি ও ১৯০ এসপির পদোন্নতির প্রস্তাব ছিল। সম্প্রতি অতিরিক্ত ডিআইজির ১৪০ পদ এবং এসপির ১৫০ পদসহ মোট ২৯০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ওঅ্যান্ডএম বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, সামনে অন্যান্য পদ সৃষ্টি করে পদোন্নতির ব্যবস্থা করা হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিসিএস ক্যাডারের এক কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দিয়ে ১০ বছর চাকরির পর এসপি পদে পদোন্নতি পাওয়ার কথা; কিন্তু বিসিএস পুলিশ ক্যাডারে কয়েকটি ব্যাচের চাকরিকাল ১০ বছরের বেশি সময় পার হলেও পদ শূন্য না থাকায় পদোন্নতি হচ্ছে না। সব ধরনের যোগ্যতা থাকার পরও পদোন্নতি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে পদোন্নতির মাধ্যমে সেই হতাশা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের ১৫০ কর্মকর্তা অতিরিক্ত এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া ২৯তম ক্যাডারের ৩৫ জন কর্মকর্তাও এই পদোন্নতির অপেক্ষায় রয়েছেন; কিন্তু অবসরজনিত কারণে আগামী সাত থেকে আট বছরের মধ্যে মাত্র ৭৭টি এসপির পদ শূন্য হবে। আগামী সাত বছরে ১৮ অতিরিক্ত আইজি, ৫৭ ডিআইজি এবং ৮১ অতিরিক্ত ডিআইজিসহ ২৩৩ কর্মকর্তা অবসরজনিত ছুটিতে যাবেন। সে অনুযায়ী পদোন্নতির অপেক্ষা করলে পদোন্নতিতে আরও বড় ধরনের জটের সৃষ্টি হবে এবং যোগ্যতা থাকা শর্তেও অনেক কর্মকর্তার পদোন্নতি না পেয়েই অবসরে যেতে হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৯০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে দেওয়া সার্কুলারে বলা হয়েছে, এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এই সুপারনিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর।

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি হওয়ায় এখন ওই ২৯০টি পদে মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভা করে প্রার্থী চূড়ান্ত করবেন। পাশাপাশি সার্কুলার অনুযায়ী অর্থ বিভাগ থেকেও অনুমোদন নিতে হবে। এসব স্তর শেষ করে এই পদোন্নতির চূড়ান্ত রূপ পেতে আরও অন্তত এক মাস সময় লাগতে পারে।

Share this post

PinIt
scroll to top