শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ও শিক্ষিকা নাজিরা আক্তার পাইকগাছায় উপজেলা পর্যা‌য়ে জাতীয় শিক্ষা পদক বাছাই সম্পন্ন

xsgdjmugy.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক//
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা পর্যা‌য়ে শিক্ষা পদক বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে সংশ্লিষ্ট কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে নির্বাচন কমিটির সদস্যদের নিয়ে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উপজেলা পর্যা‌য়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন
দেবাশীষ কুমার দাশ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত হয়েছেন,
আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় ও বিজিপি শামুকপোতা সপ্রবি প্রধান শিক্ষক মোছাঃ নাজিরা আক্তার। পর্যায়ে ক্রমে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-শিক্ষিকা তেলেখালী সপ্রবি’র সহকারী শিক্ষক মিলন সরকার ও গোপালপুর সপ্রবি’র সহকারী শিক্ষক শামছুন নাহার রুমা। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, শ্রেষ্ঠ কাব শিক্ষক কৃষ্ণনগর হুলা সরঃ প্রাথঃ বিদ্যালয়ের অমরেন্দ্রনাথ রায় এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ কুমার দাশ নির্বাচিত হয়েছেন। প্রতিটা ইভেন্টে ক্লাস্টার থেকে যাচাইকৃত ১জন করে মোট ৬ জন অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট কমিটি’র সদস্য সচিব প্রাথ‌মিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল চেয়ারম্যান শেখ মাহবুবর রহমান রঞ্জু,
মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান,শেখ ফারুক হোসেন, ঝংকার ঢালী ও মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন স্কুলের ক্লাস্টার থেকে যাচাইকৃত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

Share this post

PinIt
scroll to top