কেএমপি’র হরিণটানা থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

police.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ২০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ১২.৩০ ঘটিকায় কেএমপি’র হরিণটানা থানা পুলিশ কর্তৃক খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
কেএমপি’র হরিণটানা থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় জিডিমূলে উদ্ধারকরতঃ প্রকৃত মালিকদের নিকট ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম হস্তান্তর করেন। মোবাইল ফোনের মালিকগণ হারানো মোবাইল ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও আন্তরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম-সহ মোবাইল ফোন উদ্ধারের কাজে নিয়োজিত অফিসার ও ফোর্স এবং হারানো মোবাইলের মালিকগণ।

Share this post

PinIt
scroll to top