জন্ম ও মৃত্যুনিবন্ধন: অনলাইনে আবেদন আবার চালু

jon.png

অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদনপ্রক্রিয়া সর্বসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। এক মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আবার তা খুলে দেওয়া হয়।

গত ১ আগস্ট জন্ম ও মৃত্যুনিবন্ধনে অনলাইনে নিজে আবেদন করার সুযোগ বন্ধ করে নোটিশ জারি করে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। নোটিশে অনলাইনে আবেদনের সুযোগ বন্ধের জন্য নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণকে কারণ হিসেবে দেখানো হয়। এ সময় নিবন্ধনের আবেদনকারীকে তাঁর নিকটস্থ নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে আবেদন করার অনুরোধ করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। কোন ওয়েবসাইট, তা নিরাপত্তার জন্য তারা ওই সময় প্রকাশ করেনি। পরবর্তীকালে তারা আরেক প্রতিবেদনে জানায়, সংস্থাটি জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়।

Share this post

PinIt
scroll to top