যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি রোকেয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

rokeya.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

ধৃত আসামী রোকেয়া বেগম(৫৫) একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামী বিগত ০২ জুন ২০০৬ ইং সালে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ঝিনাইদহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী দুই মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। অন্যদিকে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এবং বিজ্ঞ আদালত আসামী রোকেয়া বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী রোকেয়া বেগমকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল ০১ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ দিবাগত রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের কুখ্যাত মাদক কারবারি- রোকেয়া বেগম (৫৫), সাং-বেজপাড়া(আড়াপাড়া), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। আসামীকে গ্রেফতার পূর্বক জানা যায় যে, আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়ানোর জন্য সে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকতো।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top