যশোরে ৩৫০ কেজি অস্বাস্থ্যকর জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস ও অর্থদন্ড করেছে র‌্যাব-৬।

jelly.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকর ভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর হইতে কিশোরগঞ্জ গামী শামীম এন্টার প্রাইজের ০১ টি বাস ও মংলা হইতে ময়মনসিংহ গামী অপর ০১ টি শামীম এন্টার প্রাইজের বাস যশোর মনিহার মোড় হয়ে যাইতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ৩১/০৮/২০২৩ তারিখ সময় রাত ১০.২০ ঘটিকা হতে ইং ০১/০৯/২০২৩ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে র‌্যাবের একটি আভিযানিক দল চিংড়ি মাছ ভর্তি উল্লেখিত দুইটি বাস থামিয়ে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত জেলি পুশ করেছে কিনা তা চেক করেন। এ সময় উক্ত বাস দুইটির একটি বাসে ১১ টি ককসিট ও অপর একটি বাসে ০৩ টি ককসিট মোট ১৫ টি ককসিট ভর্তি বিপুল পরিমাণ (৩৫০ কেজি) চিংড়ি মাছ ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অস্বাস্থ্যকর/বিষাক্ত জেলি পুশ করার প্রমান পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা লংঘন করায় উদ্ধারকৃত ককসিট ভর্তি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং রেজি: নং ঢাকা মেট্রো ব-১৪-৭৩০৪ (শামীম এন্টার প্রাইজ) বাসের মালিক শামীম হোসেন (৪২)’কে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা ও রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৪-৭৬১০ (শামীম এন্টার প্রাইজ) বাসের মালিক বদরুজ্জামান বাবলু (৪৪)’কে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা, সর্বমোট ৯৫,০০০/- (পঁচানব্বই হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অস্বাস্থ্যকর জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
যশোরে ৩৫০ কেজি অস্বাস্থ্যকর জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস ও অর্থদন্ড করেছে র‌্যাব-৬।

 

 

Share this post

PinIt
scroll to top