শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক//
খুলনার পাইকগাছার আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারী কাউন্সিলর কবিতা রানী দাশের নামে থানায় শনিবার অর্থ আত্মসাৎ এর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি করেছেন অত্র সমিতির সভাপতি মোহাম্মদ আলী গাজী।
পাইকগাছা থানার অভিযোগ সুত্রে জানা যায়,পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারী হিসাবে কাউন্সিলর কবিতা রানী দাশ নিয়োজিত ছিলেন।তিনি সমিতির সদস্যদের নিকট থেকে লোন ও সঞ্চয় এর টাকা আদায় করে ২০১০ সাল হতে ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত সঠিকভাবে সমিতির টাকা জমা দিয়েছেন। এর পর হতে তিনি সমিতির আদায়কৃত অর্থ,লোনিদের তালিকা, ঋণ খেলাপি দের তালিকা, অনাদায়ী রশিদ বই,আদায়কৃত হিসাবের সীট সহ সকল হিসাব নিকাশের কাগজ পত্র সমিতি বরাবর জমা না দিয়ে গায়েব করেছেন। সদস্যদের নিকট থেকে লোন ও সঞ্চয় আদায়কৃত অর্থ প্রায় দেড় কোটি টাকার হিসাব সমিতিতে জমা দেন না। উক্ত অর্থ এবং সমিতির সকল প্রকার কাগজ পত্র না পাইলে সমিতির বড় ধরনের ক্ষতি সাধন হইবে।এ সকল অর্থ এবং সমিতির সকল প্রকার ডকুমেন্টস উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।
এ দিকে সমিতির আদায়কারী কাউন্সিল কবিতা রানী দাশ বলেন, আমি দীর্ঘদিন সমিতির আদায়কারী হিসাবে কাজ করেছি। সমিতি’র লোনের কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করে সমিতি বরাবর জমা দেওয়া হয়েছে।যার সকল প্রকার প্রমাণ আমার কাছে রয়েছে। চাইলে সকল প্রকার প্রমান দেওয়া যাবে। সমিতির কর্মকর্তারা কে কি করেছে তা আমার জানা নাই।