গলাচিপায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

gola.jpg

মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি-

১ লা সেপ্টেম্বর/২৩ বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) এঁর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আলোকে শুক্রবার সকাল ১০ টা থেকে হাজার হাজার নেতা কর্মী,ও সমর্থক ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা,ও পৌর কমিটির নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আলোচনা সভায়, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার হাওলাদার,বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ প্যাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, বিএনপির সিনিয়র নেতা সালাম মৃধা প্রমূখ। অপরদিকে বিএনপির কার্যালয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়ার সভাপতিত্বে ও নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি দলীয় কার্যালয় থেকে বের করে। পরে দলীয় কার্যালয়ে কেক কেটে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম খান, আব্দুল সোবাহান, মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, মোঃ নেছার উদ্দিন রাড়ি ও চান মিয়া মুসল্লী প্রমূখ। আলোচনা শেষে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত
কামনায় ও দোয়া মোনাজাত করে।এসময় পুলিশ শান্তি-শৃঙ্খলায় বিভিন্ন সড়কে ও সভা স্থলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

Share this post

PinIt
scroll to top