দেশের তথ্য ডেস্ক:-
৩১ আগস্ট ২০২৩ খ্রিঃ, ১৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ দুপুর ০২.৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১২ তম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১২ তম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।