খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) জন অনলাইন জুয়াড়ি গ্রেফতার

juyo.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) আরিফুল মৃধা(২২), পিতা-মৃত: মহাসিন মৃধা, সাং-হাসানবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ নাঈম ব্যাপারী(২৩), পিতা-খোকন ব্যাপারী, সাং-হাসানবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ সাইফুল ইসলাম(৩০), পিতা-মৃত: হারুন জমাদ্দার, সাং-হাসানবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ রবিউল ইসলাম(২৬), পিতা-মৃত: জাকির হোসেন, সাং-হাসানবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ রিপন মোড়ল(২৩), পিতা-সোহেল মোড়ল, সাং-পানখালী, থানা-দাকোপ, জেলা-খুলনা; ৬) শাহীন ইসলাম(২২), পিতা-দিদারুল গাজী, সাং-দেবীতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৭) জুয়েল গাজী(২২), পিতা-সেলিম গাজী, সাং-দেবীতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৮) আঃ কাইয়ূম হাসান(২০), পিতা-হযরত গাজী, সাং-দেবীতলা, থানা-বটিয়াঘাট, জেলা-খুলনা; ৯) মোঃ সজল চৌধুরী(২১), পিতা-মোঃ শাহআলম চৌধুরী, সাং-মহিরবাড়ী বড় খালপাড়, থানা-লবণচরা এবং ১০) মোঃ হৃদয় ইসলাম(১৯), পিতা- মোঃ এসকেন্দার হাওলাদার, সাং-মহিরবাড়ী বড় খালপাড়, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-২৭৯/২০২৩, তারিখ-৩১/০৮/২০২৩ খ্রিঃ, লবণচরা থানার নন এফআইআর নং-১৫৫/২০২৩ এবং ১৫২/২০২৩ তারিখ-৩০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top