কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল ০১ টি ব্যাটারী চালিত ভ্যান এবং ব্যাটারী চালিত অপর ০১ টি রিক্সার অংশসমূহ উদ্ধারসহ ০৩ (তিন) জন গ্রেফতার

chor.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকm টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ যশোর খুলনা মহাসড়কের ট্রাস্ট ট্রেড নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে গত ২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৪.৫০ ঘটিকার সময় আসামী ১) মোঃ ইমরান হোসেন(২০), পিতা-আব্দুর রহিম, সাং-নারানপুর বাজার, থানা-কয়রা, জেলা-খুলনা; ২) মোঃ ইসমাইল(১৯), পিতা-মোঃ বাশার খাঁ, সাং-নারাণপুর বাজার, থানা-কয়রা, জেলা-খুলনা এবং ৩) মোঃ মামুন সরদার(২০), পিতা-তফসেল সরদার, সাং-কুশোডাঙ্গা, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-রাজবাঁধ হ্যাচারী রোড, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চোরাই মালামাল ০১ টি ব্যাটারী চালিত ভ্যান এবং ব্যাটারী চালিত অপর ০১ টি রিক্সার অংশসমূহ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-১০, তারিখ-২৯/০৮/২০২৩ খ্রি:, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top